বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কৃষিকাজের দিনমজুর নাছির মণ্ডলের প্রতিবন্ধী কন্যা নাজনীনের চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অসহায় নাছির মণ্ডলের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামে। পাশাপাশি গায়ের রং অতি ফর্সা হওয়ার কারণে পিতৃপরিচয় হারানো যশোরের শিশু আফিয়া ও তার মায়ের পাশেও দাঁড়িয়েছেন তারেক রহমান। আফিয়ার লেখাপড়ার পরিপূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে আফিয়া ও তার মায়ের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
গতকাল শৈলকুপা উপজেলায় নাজনীনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। সাক্ষাৎকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাজনীনের বাবা নাছির মণ্ডলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি অসহায় নাছির মণ্ডলের পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু।
প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজনীনের বর্তমান বয়স ১৮ বছর। কিন্তু অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় রয়েছেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার।
আফিয়ার পরিবার পাচ্ছে ঘর : গতকাল সকালে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানাবাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আগামী সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। আফিয়া ও তার মায়ের মানবেতর জীবনযাপনের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিতেও আসে। এর পরই তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য দলের নেতাদের নির্দেশনা দেন।
২০২২ সালে জন্ম আফিয়ার। কিন্তু তার গায়ের রং ধবধবে সাদা হওয়ায় শুরু হয় বিপত্তি। এ মেয়ে তার নয় বলে আফিয়ার বাবা তাদের ছেড়ে চলে যায়। শিশুকন্যাকে নিয়ে সৎমায়ের সংসারে আশ্রয় নেন শিশুটির মা মনিরা। সেখানেই ভাঙাচোরা ঘরে মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী ১০ দিনের মধ্যে আফিয়ার জন্য ঘরে নির্মাণ করে দেওয়া হবে। আফিয়ার পড়াশোনারও ব্যবস্থা করা হবে। এদিকে তাদের দুর্দশা লাঘবে পদক্ষেপ নেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফিয়ার মা মনিরা খাতুন।