রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মণির করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান জানান, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তাঁরা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাঁদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।’
মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মণির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় ডাকা হয়। কিন্তু মীমাংসা হয়নি। পরে হিরো আলমসহ ১০-১২ জন বাদীর বর্তমান বাসায় যান এবং বাদীকে মারধর করেন। এ ঘটনায় ২৩ জুন রিয়া মণি হাতিরঝিল থানায় মামলা করেন।