আসন্ন কর্মসূচিতে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত নেতা আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা মাঠে অবস্থান নিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আওয়ামী লীগের যে কোনো উসকানি বা লকডাউনের নামে জনগণের চলাচলে বাধা প্রতিরোধে প্রস্তুতি নিয়েছেন। গতকাল সন্ধ্যায় সোনারগাঁয়ে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্পটে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে নেতা-কর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘জনগণের অধিকার আদায়ের আন্দোলন কোনো দলীয় লকডাউনে থেমে থাকবে না। বিএনপি জনগণের পক্ষে, তাই আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।