রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ শুরু হচ্ছে নির্মাণ, আবাসন, পানি, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট শিল্প নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস আয়েজিত প্রদর্শনীগুলো হলো ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স এবং সপ্তম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। প্রদর্শনীগুলো ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক এ প্রদর্শনীসমূহে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নিচ্ছে। ৫০০-এর বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে তিন দিনে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি পাঁচটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা, উদ্ভাবন প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন।