রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ। মাছটি ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল ভোরে উপজেলার চরকর্ণেশনা এলাকায় মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার কয়েকজন জেলে নিয়ে মাঝ রাতে পদ্মার চরকর্ণেশনা এলাকায় জাল ফেলেন। ভোরে জাল তুললে কাতলাটি ধরা পড়ে। ফেরিঘাটে চকু মোল্লার আড়তে উন্মুক্ত নিলাম হয়। ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় পাইকারি বিক্রেতা শাহাজান শেখ মাছটি কেনেন। শাজাহান শেখ জানান, ‘পদ্মার বড় কাতলার চাহিদা রয়েছে। মাছটি কিনে ৫৫ হাজার ১০০ টাকায় আবার বিক্রি করেছি।’
জেলা মৎস্য অফিসার মাহবুব উল হক বলেন, ‘পদ্মা নদীতে পানি কমায় জেলেরা বেশি মাছ পাচ্ছেন। তারা মাছ বিক্রি করে লাভবানও হচ্ছেন।’