রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল তৈরির গোপন কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৩৫টি ককটেল ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকালে জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান ও মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, তাদের একটি দল জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে। বেশ কিছু ককটেল, কটটেল তৈরির সরঞ্জাম ও একটি আস্তানা শনাক্ত করা হয়েছে। এসময় তিনজনকে আটকও করা হয়।
অভিযানে অংশ নেয়া মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। এখানে একটি ভবনের ছাদে বিপুল সংখ্যক ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।
বিডি প্রতিদিন/নাজমুল