রাজধানীর মধ্য বাড্ডা কমিশনার গলির একটি মেস থেকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে নিহতের সঙ্গে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। মামুন পটুয়াখালীর দুমকি উপজেলার আলগী গ্রামের বাসিন্দা।’
স্থানীয়রা জানান, মৃত যুবকের অবস্থান করা মেসের একটি কক্ষে প্রতিদিন রাতের বেলা মাদক (ইয়াবা) বিক্রি ও সেবন করা হতো। ঘটনার রাতে সেখানে মোট ৭–৮ জন উপস্থিত ছিলেন। ঘটনার পর দুই অভিযুক্ত মোটরসাইকেলযোগে পালিয়ে গেছে। আশপাশের ৩–৪টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলে হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
স্থানীয়রা আরও জানিয়েছেন, মাদক কারবারি ও মাদকাসক্তদের অত্যাচারে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। তাদের ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না।
বিডি-প্রতিদিন/আশফাক