রাজধানীর চকবাজার নাজিমুদ্দিন রোডে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক সোহাগ হাওলাদার (৩০) নিহত হয়েছেন। স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করেছে।
রবিবার দুপুর সোয়া একটার দিকে নাজিমুদ্দিন রোড বড় মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের সহকর্মী আশরাফুল ইসলাম জানান, সোহাগ পেশায় ঠেলাগাড়ি শ্রমিক ছিলেন।
তিনি আরও জানান, দুপুরে সহকর্মীসহ চারজন ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাওয়ার সময় বড় মসজিদের সামনে দ্রুতগতির কারা প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করেছেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক