রাজধানীর মোহাম্মদপুরে রাসেল (৩৪) নামে অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার দুই বন্ধু রিয়াদ ও বিপ্লব আহত হয়েছেন।
নিহত রাসেল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের আফছার আলমের ছেলে। তিনি চন্দ্রিমা মডেল টাউনে পরিবারের সঙ্গে থাকতেন।
শনিবার রাত ৯টার দিকে নবীনগর হাউজিংয়ে ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় মেহেদী হাসান বাবু ও মোবারক নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা আফছার আলম বাদী হয়ে সাত জনের নামসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।
এসআই অহিদুল ইসলাম বলেন, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রাসেল দুই বন্ধুসহ বাসায় ফিরছিলেন। নবীনগর হাউজিং চার নম্বর রোডে পৌঁছালে ১৫-২০ জন তাদের ওপর হামলা চালায়। এতে তারা তিনজনই আহত হন। পরে তাদের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত রাসেল চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। আহত দুজন চিকিৎসাধীন।