সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে গানের সমাবেশ।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘আমরা ক’জন’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা” স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সংগীতশিল্পী ও সংগীত অনুরাগীরা।
সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিশেষ গোষ্ঠীর চাপের মুখে অন্তর্বর্তী সরকার প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিল করেছে। এই সিদ্ধান্তকে ‘জাতির প্রত্যাখ্যান’ উল্লেখ করে তারা তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদিত্য ভৌমিক। তিনি বলেন, “আধিপত্যবাদী গোষ্ঠীর চাপে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের ঘটনা সংস্কৃতিপ্রিয় ছাত্রসমাজকে উদ্বিগ্ন করেছে। সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষার্থীদের মানবিক, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম মানুষ হিসেবে গড়ে তোলে। এসব পদ বাতিল করলে পরবর্তী প্রজন্মের সুস্থ মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গান বন্ধ করতে হুমকি, সাংস্কৃতিক চর্চাকে ব্যঙ্গ–বিদ্রূপ এবং সংস্কৃতির ওপর আগ্রাসী মনোভাব তাঁরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন। “সংস্কৃতি ধ্বংসের উগ্র অবস্থানের বিপরীতে গান-প্রাণের মধ্য দিয়েই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, সরকার সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার করুক।”
সমাবেশে গান পরিবেশন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।
বিডি-প্রতিদিন/সুজন