বিশ্ব ওয়ান হেলথ দিবস উপলক্ষে আয়োজিত পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) টিম। এছাড়াও প্রতিযোগিতায় রানার্সআপসহ শীর্ষ ১০টি টিমের মধ্যে ৬টি টিম এ বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) এর অডিটোরিয়ামে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সরকার, ওয়ান হেলথ সেক্রেটারিয়েট, আইসিডিডিআর,বি, এবং ওয়ান হেলথ বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জাতিসংঘের ছাড়াও সরকারের বিভিন্ন সংস্থা, বিশেষজ্ঞ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি।
ওয়ান হেলথ ধারণার মূল বিষয় হলো মানব স্বাস্থ্য, প্রাণি স্বাস্থ্য ও পরিবেশ-স্বাস্থ্যের আন্তঃসম্পর্ক বোঝা ও তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। পোস্টার প্রেজেন্টেশনে ভেটেরিনারি সায়েন্স, চিকিৎসাবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, মৎস্যবিজ্ঞান, কৃষি ও বনবিদ্যাসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
সারাদেশ থেকে ৯৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জুরি বোর্ডের মূল্যায়নের মাধ্যমে সেরা ১০টি দল চূড়ান্তভাবে নির্বাচিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
চ্যাম্পিয়ন দলের মো. ওয়ালিদ সাইফুদ্দিন বলেন, ওয়ান হেলথ পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হতে পেরে আনন্দিত। মানব, প্রাণী ও পরিবেশের পারস্পরিক স্বাস্থ্যসম্পর্ক নিয়ে ওয়ান হেলথ ধারণার প্রচারে এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।
চ্যাম্পিয়ন টিমের মেন্টর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক এম এ মান্নান বলেন, ওয়ান হেলথ মানুষ, প্রাণী ও বাস্তুতন্ত্রে গভীর আন্তঃসম্পর্কের কথা বলে। ভবিষ্যতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, জুনোটিক ডিজিজ মোকাবিলায় ওয়ান হেলথ কাজ করছে। আমাদের শিক্ষার্থীদের অর্জনে আমি আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্য কামনা করি।
বিডি প্রতিদিন/কামাল